বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত, আহত-১

0
345

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আবুবক্কর সিদ্দিক (৪০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঠালতলা নামক স্থানে রোহন পরিবহনের ধাক্কায় তিনি নিহত হন। এসময় মটরসাইকেলে থাকার আবুবক্করের স্ত্রী হাওয়া বেগম (৩০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুবক্কর সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলাদিয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, ঢাকা থেকে আগত রোহান পরিবহনের একটি বাস কাঠালতলা এলাকায় আসলে মটর সাইকেল আরোহী আবুবক্করকে ধাক্কা দিয়ে পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আবুবক্কর নিহত হয়।
দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদারের নেতৃত্বে একটি উদ্ধারকর্মী দল ঘটনাস্থল গিয়ে বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তবে বাসে থাকা যাত্রীদের কেউ হতাহত হয়নি।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here