আত্মপ্রতিষ্ঠায় যা কিছু গোপন করবেন

0
508

খবর৭১: জীবনে সবাই নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চায়। কেউ পারে, আবার কেউ চেষ্টা করেও পারে না। নিজেকে প্রতিষ্ঠা করতে কিছু বিষয় খেয়াল রাখা উচিত; যা জনসম্মুখে গোপন রাখাই শ্রেয়। এক নজরে দেখে নিতে পারেন-

• সম্পদ মানুষের মধ্যে লালসার জন্ম দেয়। লালসা শেষ পর্যন্ত বিপর্যয়কে ডেকে আনে। যত সম্পদই আহরণ করুন না কেন, তা অন্যের মধ্যে লোভ বা লালসার জন্ম দেবেই। তাই নিজের সম্পদের কথা কখনই ফলাও করে বলতে নেই। তা গোপন রাখাই শ্রেয়।

• নিজের অপমানকে গোপন রাখার ভালো। অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসে। তাই নিজের অপমানগুলিকে নিজের ভিতরে রাখাই বুদ্ধিমানের কাজ।

• ভক্তি বিষয়টিও জনসমক্ষে বলে বেড়ানোর মতো নয়। কারণ ভক্তির মধ্যে নিহিত থাকে আত্মনিবেদন। তা প্রকাশ্যে এলে আত্ম-বিচ্ছিন্ন হয়। ভক্তির যাবতীয় মহিমা লুপ্ত হয়।

• নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলিকে নিজের কাছেই রাখুন। অন্য লোক তাকে আপনার দুর্বলতা বলে মনে করতে পারে।

• দান সব সময়ে গোপন রাখাই ভাল। কারণ দানকার্য জনসমক্ষে এলে দাতার মধ্যে আত্ম অহমিকা দেখা দিতে পারে। দান তার মহিমা হারায়
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here