মিরসরাই প্রতিনিধি :
এন্টি টেরোরিজম ইউনিট ‘সোয়াট’ এর পরিদর্শক মিরসরাইয়ের কৃতি সন্তান সঞ্জয় সিনহা দৃষ্টান্তমুলক কর্মকান্ডের জন্য আইজিপি ব্যাজ লাভ করেছেন। বুধবার (১০ জানুয়ারী) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ- ২০১৮’ এর অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ.কে.এম শহিদুল হক সন্জয় সিনহাকে পদক পরিয়ে দেন। সঞ্জয় সিনহা ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় উপ-পরিদর্শক হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ শেষে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ‘সোয়াট’ এর সদস্য হিসেবে জঙ্গী বিরোধী অভিযান, মাদক নির্মূল ও সন্ত্রাস দমন কার্যক্রমে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করার পর বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিট ‘সোয়াট’ চট্টগ্রাম মেট্রোপলিটনে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বরত আছেন। সঞ্জয় সিনহার বাড়ি মিরসরাইয়ের আমবাড়ীয়া গ্রামে। পিতা অধ্যাপক সুনিল কুমার সিনহা মিরসরাই ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ।
খবর ৭১/ এস: