রহিমাপুর গুচ্চগ্রামে ঘরে ঘরে ইউএনও’র শীতবস্ত্র বিতরন

0
427

 

জামালগঞ্জ প্রতিনিধি :

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রহিমাপুর গুচ্চগ্রামে ঘরে ঘরে গিয়ে শীতার্তদের খোজ খবর তাদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেছেন উপজেলা নির্বাহি অফিসার শামীম আল ইমরান।দেশে শৈত্য প্রবাহ চলমান থাকায় দিনের কর্ম ব্যাস্ততা শেষে বুধবার রাতে শীতবস্ত্র নিয়ে তিনি হাজির হন সাধারন মানুষের পাশে।নিজে শীত উপেক্ষা করে রাত্রিতে দূর্গম রাস্তা পাড়ি দিয়ে উপজেলা নির্বাহি অফিসার শামীম আল ইমরান  নিবৃত পল্লীর অসহায় লোকজনের খোজ খবর নেওয়ায় ও তাদের প্রত্যেকটি পরিবার’কে একটি করে শীতবস্ত্র দেওয়ায় তারা আনন্দিত হয়েছে।শীতবস্ত্র পেয়ে গুচ্চগ্রামের বাসিন্দা প্রদিপ, প্রভাত,আসমা,শ্রীপরা,সুনিল বলেন,প্রচন্ড শীতে ভূগছিলাম ইউএনও স্যার নিজে এসে আমাদের শীতবস্ত্র দিয়েছেন।এতে আমরা আনন্দিত হয়েছি।ডিসি স্যারের কথা অনুযায়ী তিনি আমাদের মসজিদ মন্দির সংস্কার করে দিবেন। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বলেন, স্হানীয় ইউপি সদস্যর সংবাদে শীতার্ত অসহায়দের মধ্যে সরকারি কম্বল বিতরন করেছি।রাতের বেলায় মানুষের কাছাকাছি আসতে পেরে ভাল লাগল।তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাড়াঁনোর অনুরোধ করেন। এসময় সাথে ছিলেন সহকারি কমিশনার ভূমি মনিরুল হাসান,বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, গণমাধ্যম কর্মি ওয়ালী উল্লাহ সরকার,মো:আখতারুজ্জামান তালুকদার, ইউপি সচিব অজিত রায়,ইউপি সদস্য অজিত কুমার প্রমূখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here