জগন্নাথপুর প্রতিনিধি:-
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিগত বছরে হাওরের ফসল রক্ষা বাধ নির্মানে অনিয়মের কারনে ফসল ডুবে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন সরকার ক্ষতিগ্রস্থ কৃষকসহ দরিদ্রদের সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি চলতি বছরে হাওরের ফসল রক্ষা বাধে কোন অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা উল্লেখ করে বলেন যথা সময়ে নলুয়া, মইয়ার হাওরসহ অন্যান্য হাওরের ফসল রক্ষা বাধ সম্পন্ন করনে এবং বাধ নির্মান কাজে শ্রমিকদের অর্থ প্রদানে পাউবোর কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন এবার হাওরের ফসল রক্ষা বাধ নির্মানের জন্য প্রচুর অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। তিনি শনিবার পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক হাওর এলাকায় ক্ষতিগস্থ বাধ মেরামত নদী, খাল পুন: খননের স্কীম প্রস্তুত বাস্তবায়নের লক্ষে কাবিটা নিতিমালা মোতাবেক পিআইসি কর্তৃক প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষ এ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনের পাশে থেকে কাজ করে যেতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের মহাজাগরন সৃষ্টির পাশাপাশি গ্রামীন জনপদের অসহায় দরিদ্র মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রানীগঞ্জ ইউনিয়নের কাটাগাঁঙ্গ তীরবর্তী মইয়ার হাওরের ফসল রক্ষা বাধ নির্মান কাজ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুুুুষ্টান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডি ডি এলজি) উপ-সচিব এমরান হোসেনের সভাপতিত্বে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হাওরের ফসল রক্ষা বাধ নির্মান কমিটির সদস্য রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হোসাইন মোহাম্মদ হাই জকি, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, জগন্নাথপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষ অফিসার রাপরুচাই মারমা, সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি মো: আব্দুল হাই, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত, ইউপি সদস্য ইছরাক আলীসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, পিআইসি কমিটির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
খবর৭১/এস: