আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধার আমাঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। শনিবার ভোর পনে ৫টার দিকে এঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
জানা যায়, ওইদিন দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলারের নিকট দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখাল গরু পারাপার ও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। ওই সময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে। এতে রাখাল শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ২ জন অাহত হয়ে পালিয়ে যায়। বিজিবি ও পুলিশের গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছে। তারমধ্যে ১ জন বাংলাদেশী ও ১ জন ভারতীয় গরু ব্যবসায়ী বলে একটি বিশ্বাস্থ সুত্র নিশ্চিত করেছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা চলছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কড়াপ্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহবানসহ মরদেহ ফিরত চাওয়া হয়েছে।
খবর৭১/এস: