খবর ৭১:
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বহু আলোচিত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার। রবিবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন।
বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিলেও বহাল থাকার পর ওই রায় পুনর্বিচেনার (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১৬ সালের ৫ মে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট চলতি বছরের ৩ জুলাই তা বহাল রেখে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের চার মাসেরও বেশি সময় পর ওই রায়ের রিভিউ আবেদন করল রাষ্ট্রপক্ষ; আবেদনটি মোট ৯০৮ পৃষ্ঠার।