উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: “নড়াইল এক্সপ্রেস” মাশরাফি বিন মতুর্জার হাত ধরে গড়ে ওঠা উন্নয়নমূলক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান মাশরাফি নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইল চৌরাস্তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে-নড়াইল শহরের নির্দেশনামূলক চিহৃ এবং বিপিএল খেলায় রংপুর রাইডার্সের পক্ষ থেকে উপহার পাওয়া মাশরাফির অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তারা। সাংবাদিক সুলতান মাহমুদ, ফরহাদ খান, মোঃ ইমরান হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংবাদিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মোল্যা বাগডংগা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের বুলু প্রমুখ। দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের বুলু প্রমুখ।‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ কার্যালয়ে মাশরাফিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মূর্তজা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক, কোনো ছেলে-মেয়ে যদি মা-বাবার কথা শোনেন, তিনি কোনো দিন হারবেন না। সবসময় পরিবার নিয়ে থাকবেন। দেখবেন অন্যরকম এক শান্তি। চোখ খুলে দেখুন, বন্ধু-বান্ধবরা যারা খারাপ কাজ করতে যাচ্ছে, তাদেরকে নিষেধ করুন। তাদেরকে সঠিক পথে আনুন। এভাবে পরস্পর মিলে ভালো কাজে নিজেকে যুক্ত রাখুন। আমাদের সমাজে কেউ খারাপ কাজ করলে আমরা মনে করি সে খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা কখনোই কাউন্সেলিং করি না। মাশরাফি আরো বলেন, মানুষ যা চায়, সবসময় সবকিছু পায় না। তবে ভালো কিছুর জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে। তাহলে সফলতা আসবে। ভালো অবস্থানে যেতে হলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হবে। খারাপ জিনিস পেতে গেলে একদিনও সময় লাগে না। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভালো জায়গায় সেটেল হয়ে পরিবার ও সমাজের উন্নয়নে কাজ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। যুব সমাজ” শীর্ষক এক কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে মাশরাফি বিন মূর্তজা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এসব কথা বলেন । নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। তরুণ প্রজন্মের তিন শতাধিক অংশগ্রহণ করেন। বিভিন্ন শ্রেশি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ৪ সেপ্টেম্বর নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাশরাফির নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস নামে একটি ফাউন্ডেশনের আত্ম প্রকাশ ঘটে। ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেসের কার্যক্রম শুরু হয়েছে। নড়াইল শহরের কয়েকটি উন্মুক্ত স্থানে জনসাধারণের জন্য ফ্রি সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেকার যুবকদের ঘরে বসে উপার্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। শহরের দুটি এলাকায় ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা হয়েছে। নড়াইল এক্সপ্রেসের বিভিন্ন লক্ষ্য-উদ্দেশ্যের মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা, উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করার জন্য কর্মস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং পরিবেশ উপযোগী বিনোদনবান্ধব শহর করা।
খবর ৭১/ইঃ