নড়িয়ার ডা. কে. এ জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন

0
395

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ত্রিপল্লী এলাকার ডা. কে. এ জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং প্রতিবাদসভা করেছে। বুধবার সকালে বিদ্যালয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে এলাকার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে অভিভাবক ও এলাকাবাসী। স্থানীয় সমাজসেবক ও শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজীর নেতৃত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন, আব্দুর রশিদ পেদা, নাছির কাজী, সেকেন্দার বেপারী, লোকমান মাল, আনোয়ার বেপারী, শাহজাহান, বাবুল মাদবর, শাহজালাল, আক্কাস ছৈয়াল, সুবর্ণা বেগম, শারমিন বেগম, ফয়জল, রাজ্জাক বেপারী প্রমূখ।
এসময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের দাবী করেন। এছাড়াও ম্যানেজিং কমিটি নিয়ে চক্রান্তের জন্য স্থানীয় জাহাঙ্গীর মাল ও বারেক খাকীর শাস্তি দাবি করেন। এছাড়াও তারা অবিলম্বে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে চক্রান্ত বন্ধ করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here