লালমনিরহাটে বিএসএফের নির্যাতনে ১ বাংলাদেশী যুবক নিহত

0
324

কাজী শাহ আলম,লালমনিরহাট জেলা প্রতিনিধি-
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম(৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
বুধবার(২০ডিসেম্বর) ভোরে এঘটনা ঘটে। নিহত যুবক পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থানে) এলাকার মৃত.তছলিম উদ্দিনের ছেলে বলে জানাগেছে।
বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশী যুবক সীমান্তে ভারতীয় গরু আনতে যায় ওই সীমান্তে ৮৪৩ নম্বর পিলারে ০৩ সাব পিলার এলাকায়।
এসময় টহলরত বিএসএফ রশিদুলকে আটক করে এবং সহযোগীরা পালিয়ে আসে। পরে নিহত রশিদুলকে নির্যাতন করতে থাকে বিএসএফ। এক পর্যায়ে রশিদুলকে মৃত. ভেবে সীমান্তে ফেলে চলে যায় বিএসএফ। কিন্তু কিছুক্ষন পর সঙ্গীরা উক্ত যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মুত্যু হয় রশিদুলের।
রংপুর ৬১বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান সাংবাকিদের জানান বিএসএফের নির্যাতনে রশিদুল নিহত হয়েছে কি না তা খতিয়ে দেখছে বিজিবি। পতাকা বৈঠকের আহবান করে বিএসএফকে চিটি দিয়েছে বিজিবি
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here