সৌদি বাদশাহর সবগুলো প্রাসাদ তাদের ক্ষেপণাস্ত্রের আওতা

0
361

খবর৭১:ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ বিদ্রোহীরা ঘোষণা করেছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সবগুলো প্রাসাদ তাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। মঙ্গলবার রাজধানী রিয়াদে অবস্থিত একটি সৌদি রাজপ্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এ ঘোষণা দিল হাউছিরা।

আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিট মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, সৌদি রাজপ্রাসাদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রিয়াদের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের এক হাজার দিনের প্রতিরোধ আন্দোলনের ফসল।

এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে রাজতান্ত্রিক দেশটির আগ্রাসনের মোকাবিলায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, এক হাজার দিনের পরের প্রতিরোধ হবে আগের চেয়ে ভিন্নরকম। শত্রুর বর্বরোচিত আগ্রাসন ও অবরোধের কারণে আত্মরক্ষার ক্ষেত্রে ইয়েমেনের জনগণ ও আনসারুল্লাহ আন্দোলনের দৃঢ় প্রত্যয়ে ফাটল ধরবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হাউছি আনসারুল্লাহ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের বিবৃতিতে আরো বলা হয়, সৌদি বাদশাহর প্রাসাদগুলোর পাশাপাশি দেশটির সবগুলো তেল ও সামরিক স্থাপনা আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। আমাদের পাল্টা হামলা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে রিয়াদের প্রতি ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা কোনো কাজে আসবে না।

ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলন মঙ্গলবার রিয়াদে সৌদি বাদশাহর আল-ইয়ামামা প্রাসাদ লক্ষ্য করে একটি বোরকান এইচ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটিকে রিয়াদের আকাশে প্রতিহত করার দাবি করেছে সৌদি সরকার। ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি হামলা শুরুর এক হাজারতম দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

গত এক হাজার দিনে অন্তত ১২ হাজার ইয়েমেনির মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here