খবর৭১:আইন বহির্ভূতভাবে রায় দেয়ায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হককে বিচার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ নিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ আদেশ দেন।
আদালত বলেন, বিচারপ্রার্থী মানুষ যাতে ন্যায় বিচার বঞ্চিত না হয় সে জন্য আয়েশা হককে পরবর্তী বিচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।
খবর৭১/জি: