গোদাগাড়ীতে দুটি বাসে মুখমখী সংঘর্ষে নারীসহ নিহত তিন,আহত ২০

0
583

খবর৭১:গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বাসের মুখমখী সংঘর্ষে নারীসহ নিহত তিনজন ও আহত ২০। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার সময় উপজেলার বাইপাস এলাকার মাটিকাটা ডিগ্রী কলেজের সামনে দুটি বাসের মুখমখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাসের সহকারি সুভ (২৮),যাত্রী আছিয়া (৬৫) ও হারুন (৬০) এদের বাড়ী নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে সুভ, সাপাহার উপজেলার টিলা দিঘী গ্রামের আলিমুদ্দীনের ছেলে হারুন ,ও আছিয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মসলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে নিশ্চিত করেছে কর্তব্যরত চিকিৎসক। ঢাকাগামী একতা পরিবহন রিদয় ট্রাভেলস নওগাঁ সাপাহার গামী ও একতা পরিবহন বিপরীত দিকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিদয় ট্রাভেলসের সাথে মুখমখী সংঘর্ষ হয়। একজন যাত্রী ঘটনাস্থলে অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।,এ খবর নিশ্চিত করেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here