বন্ধু হত্যায় ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

0
528

খবর৭১: রাজধানীর ডেমরা এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় ৪ বন্ধুকে মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুম, আল আমিন, শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হেলেন- মনির হোসেন ওরফে সন্ত্রাসী মনির ও বাবলা। মনির ও বাবলাকে একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় মনির ও বাবলা উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনই পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রানা ও আসামিরা বন্ধু ছিলেন। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ৯ জানুয়ারি রানাকে আসামিরা ডেমরা থানার শুন্যটেংরা গ্রামের আব্দুল হালিমের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও নাভির উপরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here