ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৯৭১ সালে ১৩ নভেম্বর আছিম হানাদার মুক্ত হয়েছিল। দিনটি উপলক্ষে সোমবার উপজেলার আছিম বাজারে “স্বাধীনতা বিজয় স্তম্ভ” উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমএনএ ও সাবেক এমপি আ.ন.ম নজরুল ইসলাম।
প্রজন্ম ‘৭১’ এর সভাপতি এ্যাডভোকেট এ,কে,এম ফজলুল হক দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি আ.ন.ম নজরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এ্যাডভোকেট অধ্যাপক আঃ রাজ্জাক, অধ্যাপক আ.খ.ম. হেলাল-উল- ইসলাম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবি সিদ্দিক, মমতাজ উদ্দিন হিরা, আনোয়ারুল হক খালেক, শওকত আলী,অধ্যাপক ইউনুছ আলী. নুর মাহামুদ প্রমুখ।
খবর৭১/এস: