উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার নড়াইলে পুলিশের বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান (পি.পি.এম) ও সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে দিবাগত বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত নড়াইল ও বাঘারপাড়া (যশোর) অভিযান চালিয়ে ৪ টি মটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে অভিযান পরিচালনাকারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান (পি.পি.এম) বলেন গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর সার্কেল মোঃ মেহেদী হাসান, ডিবি এ এস আই আলমগীরের একটি চৌকস টিম ও সদর থানার ওসি দেলোয়ার হোসেন খানের একটি টিম ও বিশেষ শাখার টিম সহ অভিযান পরিচালনা করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বৃহস্পতিবার ১৯/১০/২০১৭ দুপুর ১২ টা ৩০ মিনিটে পুলিশ সুপারের নিজেস্ব কার্যলয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন পুলিশের বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নড়াইল ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা নড়াইলে চোরা মটরসাইকেল বেচাকেনা করে আসছিল। এর ভিত্তিতে বুধবার গভীর রাত থেকে অভিযান শুরু করে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ৪ টি চোরাই মটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত সদস্যরা হলো নড়াইল সদরের তারাসি গ্রমের ফজল বিশ্বাসের ছেলে মোঃ হারুন বিশ্বাস (৪০), নড়াইল পৌরসভাধীন মৃত আলী আহম্মেদ মন্ডলের ছেলে মোঃ বাদশা মন্ডল (৫০), নড়াইল সীমাখালী গ্রমের মৃত হারুন মোল্যার ছেলে আব্দুর সালাম মোল্যা (৬০), নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম মৃত ইসাক শেখের ছেলে শাহীন শেখ (৪০), যশোর বঘারপাড়া থানার খলশী গ্রামের মৃত জিন্দার আলীর ছেলে শাহীন ইসলাম(৪৫) ও একই গ্রমের আব্দুল খালেকের ছেলে আশরাফুল আলম (৩৭) কে গ্রেফতার করে নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মটরসাইকেল চোর সহ মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে । তিনি আরো বলেন এসব বিষয়ে কেউ যদি সুপারিশ করে তাকেও ছাড় দেওয়া হবে না বলে তার বক্তব্য শেষ করেন।
খবর ৭১/ ই: