লন্ডনের ক্লিনিকে খালেদা জিয়া, বিকাল নাগাদ পাওয়া যাবে মেডিকেল রিপোর্ট

0
9

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আশায় চিকিৎসরেরা। এই রিপোর্ট আজ (১০ জানুয়ারি) বিকেল নাগাদ জানা যাবে। সূত্র থেকে জানা যায়, গত দুইদিনের সকল পরীক্ষার ফলাফল শুক্রবার বিকাল নাগাদ পাওয়া যাবে। এরপর ড. প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের সাথে ব্রিটিশ ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল টিম সবকিছু বিচার বিশ্লেষণ করে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সব জটিলতা জানার চেষ্টা করেছেন। সেই অনুযায়ী, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে গেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। ‘দ্য লন্ডন ক্লিনিক’–এর অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here