বাজারে নতুন চাল উঠলেও দাম ঊর্ধ্বমুখী

0
10

চলতি মাসে বাজারে নতুন চাল উঠলেও বাজার দর বেড়েছে। ব্যবসায়ীদের কাছে প্রচুর চাল মজুদ থাকলেও সরু চালের দর কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি পেয়েছে। মোটা চালে বেড়েছে দের থেকে দুই টাকা। প্রতিটি সরু চালের ২৫ কেজি বস্তায় ১৫০ টাকার মতো বেড়েছে।

বাজার দর বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। চলতি মৌসুমে সবচেয়ে বেশি দাম বৃদ্ধির কথা জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। বাজার দর বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা।

রাজবাড়ী বাজারে গিয়ে দেখা যায়, ক্ষেত থেকে ধান কাটার পর চলতি মাসে বাজারে নতুন চালের সরবরাহ বেড়েছে।

বাজার ব্যবসায়ীদের দোকানগুলোতেও পর্যাপ্ত চালের মজুদ দেখা গেছে। কিন্তু নতুন চাল বাজার আসার পরও প্রতি কেজি চালের দর বেড়েছে ৫-৬ টাকা। আর বস্তা প্রতি বেড়েছে ১৫০ টাকা। বাজারে নতুন চাল উঠলে দাম কিছুটা কমে থাকে।

কিন্তু বর্তমান সময়ে বাজারে নতুন চাল আসার পর উল্টো আরো দাম বেড়েছে। বিশেষ করে সরু চালের কেজিতে দাম বেশি বৃদ্ধি পেয়েছে। তবে মোটা চালের বাজার দর সামান্য বেড়েছে। প্রতি কেজি মোটা চাল দেড় থেকে দুই টাকা বেড়েছে।

সরু চালের মধ্যে মিনিকেট, বাসমতি, কাজললতা, নাজিরসহ সব ধরনের সরু চালের বাজার দর বৃদ্ধি পেয়েছে।

কাজল লতা চাল প্রতি কেজি ৬২-৬৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬৮-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট প্রকারভেদে ৭২ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৭৪-৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাসমতি ৮২-৮৪ টাকা দরে বিক্রি হলেও এখন ৯০-৯২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাজির শাইল চাল ৭৬ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার দর ঊর্ধ্বগতির কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। আর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পড়েছে সবচেয়ে বেশি সমস্যায়। দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতারা। তবে দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজির কথা বলেন ক্রেতা বিক্রেতারা।

চালের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ক্রেতা আব্দুর রহিম ও নাছিমা বেগম বলেন, বাজারে নতুন চাল উঠলেও চালের বাজার দর বৃদ্ধিতে তারা হতাশ। এখন বাজার দর কম হওয়ার কথা সেখানে উল্টো আরো কেজিতে ৫-৬ টাকা বেড়েছে। তারা নিম্ন মধ্যবিত্ত কাজের মানুষ। প্রতিদিন কাজ করে বেশি দাম দিয়ে চাল কেনা এখন তাদের বড় সমস্যা।

ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও এনামুল হক বলেন, মোটা চালের চাইতে সরু চালের দাম বেশি বেড়েছে। মান ভেদে প্রতি কেজি সরু চালে ৫-৬ টাকা বেড়েছে। তবে ব্যবসায়ী, মিলার সিন্ডিকেটের কারণে বাজার বেশি বলে জানান তারা।

বাজার তদারকি করার কেউ নাই বলে বাজার দর বাড়ে এমন মন্তব্য করে রাজবাড়ী চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ বলেন, ইন্ডিয়া থেকে চাল কম আসছে। তা ছাড়া বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা কারসাজি করে দাম বৃদ্ধি করেন। ফলে বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে সরু চালের বাজার দর বেড়েছে। মিনিকেট, বাসতমি, কাজল লতা, নাজির ও মোটা চালসহ এসব চালে ২-৪ টাকা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here