খবর ৭১: মার্চ‘২০২৪ ইং মাসে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রী একটি আন্তর্জাতিক সম্মেলনে হাঙ্গেরিতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ হতে দক্ষ কর্মী প্রেরণের বিষয়টি আলোচনায় নিয়ে আসে, সেই সূত্র ধরে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কোম্পানি টিএসএম, দুবাইস্থ নূর-আত্ব-তিন বিল্ডিং কন্ট্রাক্ট এলএলসি-র সাথে বাংলাদেশ থেকে তুরস্ক, রাশিয়ায় দক্ষ কর্মী নেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির ধারাবাহিকতায় হাঙ্গেরিতেও বাংলাদেশ হতে দক্ষ কর্মী রিক্রুটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি দ্যা লাবিবা ওভারসিজ দায়িত্বপ্রাপ্ত হয়। “সহজ প্রবাস“ নামে অত্যাধুনিক একটি টেকনোলজিক্যাল প্লাটফর্মের মাধ্যমে হাঙ্গেরি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয় এবং গত ১৪ই অক্টোবর ২০২৪ হাঙ্গেরি কনস্যুলেট বাংলাদেশ থেকে আবেদনকৃত কর্মীরা ভিসা প্রাপ্ত হয়। এই অনন্য সফলতার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বিশ্বখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজের জন্য হাঙ্গেরিতে বাংলাদেশের দক্ষ কর্মী গমনের দ্বার উন্মুক্ত হলো।
ওয়ার্ক ভিসাপ্রাপ্ত কর্মীদের মধ্যে আলফাজউদ্দিন হাওলাদার সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরির অন্যতম বড় প্রতিষ্ঠানে রিড বাইন্ডার বা রিবেরার হিসেবে কাজের ভিসা পেয়ে দ্যা লাবিবা ওভারসিজকে ধন্যবাদ জানান।
রিক্রুটিং এজেন্সি দ্যা লাবিবা ওভারসিস এর জেনারেল ম্যানেজার মো: ফখরুল বলেন একই গ্রুপ কোম্পানির তুর্কিতে কাজের জন্য কর্মীদের ভিসা প্রক্রিয়া দীর্ঘ সময় নেয়ায় আমরা ভেবেই নিয়েছিলাম যে হাঙ্গেরিতেও ভিসা প্রাপ্তিতে অনেক সময় লাগবে, কিন্তু বাস্তবে হাঙ্গেরি ভিসা আবেদনকৃত কর্মীদের শতভাগই নির্ধারিত সময়ে হাতে ভিসা পেয়েছে। তিনি বলেন আশা করছি যোগ্যতাসম্পন্ন দক্ষ কর্মী পাওয়া গেলে একই প্রতিষ্ঠানে কয়েক হাজার জনবল হাঙ্গেরিতে পাঠানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
হাঙ্গেরি মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ যেখানে কাজ করে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। হাঙ্গেরি বিদেশি কর্মী নেয়ার ক্ষেত্রে বিশেষ ঘোষণা দিয়েছে যার সুবিধা ও সুযোগ বাংলাদেশিরা নিতে পারে।