১ টাকা কমল ডিজেল-কেরোসিনের দাম

0
71

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। গত মার্চ থেকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে।

রোববার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের মূল্য ১৩১ টাকা।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী— আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here