ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
74

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার। তিনি বলেন, সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ কাটা তার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here