মাছ ধরতে আধার দিতে হয়: প্রধানমন্ত্রী

0
76

কালোটাকা সাদা করার সুযোগ প্রস্তাবিত বাজেটে কেন রাখা হলো, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, কালোটাকা সাদা করার সুবিধা নিয়ে সম্পদ বৈধ বিনিয়োগ হিসেবে স্বীকৃত হলে সেখান থেকে নিয়মিত হারেই কর আদায় করা হবে। তা না হলে এই সম্পদ অর্থনীতিতে কোনো অবদান রাখছে না।

আজ শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ ধরনের কথা জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে, কালোটাকা নিয়ে। কালোটাকা নিয়ে আমি শুনি, অনেকে বলে কালোটাকা? তাহলে আর কেউ ট্যাক্স দেবে না।’

তিনি বলেন, ‘ঘটনা কিন্তু এটা না, এটা শুধু কালোটাকা না! জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার, সে-ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ বেচে না, বেশি দামে বেচে বা কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা গুঁজে রাখে। গুঁজে যাতে না রাখে, সামান্য একটা কিছু দিয়ে যাতে সেই টাকাটা আসল পথে আসুক, জায়গামতো আসুক। তারপরে তো ট্যাক্স দিতেই হবে।’
সরকারপ্রধান বলেন, ‘আমি বলি, মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে।’

তিনি বলেন, ‘সেই সুযোগটা আমরাও দিয়েছি, অল্প ট্যাক্স দিয়ে সেই টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, সেই ব্যবস্থাটাই হয়েছে। এটা নিয়ে নানাজনের নানা কথা। কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন, সেই ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here