সাজা শেষেও দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি

0
104

 

বিভিন্ন অপরাধে সাজা খাটা শেষ হলেও সারা দেশের কারাগারগুলোতে প্রত্যাবাসনের অপেক্ষায় ১৫৭ জন বিদেশি বন্দি রয়েছেন বলে হাইকোর্টে প্রতিবেদন এসেছে।

রোববার (২১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কারাবন্দিদের মধ্যে ১৫০ জনই ভারতের, পাঁচ জন মিয়ানমারের এবং এক জন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। বন্দিদের মধ্যে ১৯ জন নারী রয়েছেন।

এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এর আগে কারা অধিদপ্তরকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাজা খাটা হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মধ্যে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়াও সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here