সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামায় মিলাদ মাহফিল

0
127

অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির আশুরোগ মুক্তি কামনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বস্তর জনগণের ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কমলনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য রামগতি- কমলনগর সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ইস্কান্দার মির্জা শামীম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আশরাফ উদ্দিন রাজন রাজু, বেলায়েত হোসেন, আবুল খায়ের, স্বপন বাঘা, কামাল উদ্দিন, মোঃ ফরিদ, জামাল উদ্দিন, নাহিদ আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও মাহফিলে ওবায়দুল কাদেরের আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here