এডিসি হারুনের মারধরে ছাত্রলীগ নেতা নাইমের ৪-৫টি দাঁত তুলে ফেলা হয়েছে’

0
146

খবর ৭১: ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। পিটিয়ে তাদের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমের ৪-৫ টি দাঁত তুলে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে হারুন অর রশীদের বিরুদ্ধে।

সোমবার (১১ সেপ্টেম্বর) নাইমের বোনের ছেলে জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, মামার ৪-৫ টি দাঁত তুলে ফেলা হয়েছে। আরো কয়েকটিতে প্রচণ্ড আঘাত পেয়েছে। দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ডাক্তার সিটি স্ক্যান করতে দিয়েছেন। তারপর বিস্তারিত বলা যাবে।
তিনি আরো বলেন, এলোপাতাড়ি মারধরের কারণে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। শরীরে প্রচণ্ড ব্যথা তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here