ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

0
103

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম(৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোরে ছাতক সিমেন্ট কারখানার ট্রান্সপোর্ট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোজান্মেল হোসেন মাসুম শহরের পুর্ব নোয়ারাই এলাকার সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, মোজান্মেল হোসেন মাসুম ও শহরের বাগবাড়ী এলাকার হুমায়ূন কবিরের পুত্র হোসাইন আহমদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার ভোরে কৌশলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে আনে মোজান্মেল হোসেন মাসুমকে। এলাকনে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষারা মোজাম্মেল হোসেন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ট্রান্সপোর্টে থাকা স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছাতক থানার এস আই মোশাররফ হোসেন একজন আটকের কথা স্বীকার কওে জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here