কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও এখনও বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়ছে ব্রহ্মপুত্র নদেও। জেলার চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর ও খেয়ার আলগা চরের দুই শতাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
অনেকে মাচা করে কিংবা নৌকায় বাস করছেন। গত কয়েকদিন ধরে তলিয়ে থাকায় বিস্তীর্ণ আমন আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নতায় পড়েছেন চরবাসী ও নদী তীরবর্তী মানুষ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্রের পানি বেড়ে চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।