ডেঙ্গু কেউ নির্মূল করতে পারেনি, পারবেও না: মেয়র তাপস

0
100

খবর ৭১: তথ্য ও পরিসংখ্যানের বরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ অন্যান্য উন্নত দেশের তুলনায় ভালো অবস্থায় আছে। তিনি বলেন, “ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনও দেশ করতে পারেনি।”
বুধবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘‘আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। উন্নত দেশের সঙ্গে তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখলে বোঝা যাবে অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে রয়েছি। যদিও আমাদের মৃত্যুর হার বেড়েছে।”
তাপসের মতে, আবহাওয়া ও জলবায়ুগত কারণে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেশি।
তিনি বলেন, ‘‘আমাদের বুঝতে হবে যে সামগ্রিক জলবায়ু, সামগ্রিক আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান এবং পরিবেশের কারণে আমাদের দেশে এডিস মশার প্রজনন হার বেশি। সেটাকে রোধ করতে হলে সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ঢাকায় এডিস মশার বিস্তৃতিও অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মেয়র তাপস বলেন, ‘‘যদিও বৃষ্টির পরিমাণ অন্য দেশের তুলনায় বেশি হয়েছে তারপরও আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পেরেছি।”

মেয়রের পরামর্শ, ‘‘আমাদের চিকিৎসাসেবার মান-পরিধি আরও বাড়াতে হবে। একজন রোগী যেন শঙ্কাজনক অবস্থায় না যায়, এজন্য আগের যে চিকিৎসাসেবা– সেটা নিশ্চিত করতে হবে। তাহলে মৃত্যুর হার কমাতে পারব।”

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here