‘বিদ্রোহের ডাক’ ওয়াগনার প্রধানের, রাশিয়ায় থমথমে পরিস্থিতি

0
117

খবর ৭১: রাশিয়ার ভাড়াটে বাহিনীর ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বকে হটানোর অঙ্গীকার করেছেন। এর আগে ক্রেমলিন তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে। শনিবার (২৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রিগোজিন জানিয়েছেন, তার যোদ্ধারা ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ার রোস্তভ শহরে প্রবেশ করছে। তাদের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের ধ্বংস করে দেওয়া হবে।

এদিকে রাশিয়ার স্থানীয় গভর্নর বাসিন্দাদের শান্ত ও ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

প্রিগোজিন দাবি করেছে, তার যোদ্ধারা রাশিয়ার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া বিবিসির পক্ষেও এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের পরিচালনা নিয়ে রাশিয়ার সামরিক নেতৃত্বের কড়া সমালোচনা করেছিলেন প্রিগোজিন। গতকাল শুক্রবার ৬২ বছর বয়সী প্রিগোজিন অভিযোগ করেন, রাশিয়ান বাহিনী ইউক্রনে তার যোদ্ধাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। এরপরেই তিনি রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here