ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনী তপশীল ঘোষণা

0
123

ছাতক প্রতিনিধি :
ছাতক পাথর ব্যবসায়ি সমিতির দ্বি- বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সমিতির মনোনীত নির্বাচন কমিশন রবিবার রাতে সমিতির কার্যালয়ে এক সভায় “ছাতক পাথর ব্যবসায়ী সমিতি”র নির্বাচনী তপশীল ঘোষণা করেন।

নির্বাচনী তপশীল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে ৩ জুন ২০২৩ ইং সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। তপশীল অনুযায়ী সমিতির কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ মে সোমবার। ১৬ মে প্রকাশ করা হবে চুড়ান্ত ভোটার তালিকা।

প্রার্থীরা সমিতির কাষ্টম রোডস্থ কার্যালয় থেকে ২ দিন মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন ১৭ ও ১৮ মে রোজ বুধ ও বৃহস্পতিবার। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ মে শনিবার। দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই করা হবে ২১ মে। মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন ২২ মে সোমবার। ওই দিন আপত্তি -শুনানী, আপীল-নিষ্পত্তি করা হবে। এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ২৩ মে মঙ্গলবার। ভোট গ্রহণ ৩ জুন শনিবার।

সমিতির সন্মানিত সকল সদস্যগণ আগামী ১৫ মে
২৩ ইং তারিখের মধ্যে সমিতির বকেয়া চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ নির্বাচনী তপশীল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here