খবর ৭১: নাটোরের সিংড়া উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. সাব্বির আহমেদ, মো. রেজাউনুল ওরফে রাব্বী, মো. নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল ইসলাম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও মো. রেজাউল করিম।