সাকিব আল হাসানের জন্মদিন আজ

0
173

খবর ৭১: বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৭৮ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার। আজ ৩৬তম বসন্তে পা দিয়েছেন সাকিব।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।

তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।

মাঠের বাইরে বেশকিছু বিতর্কে জড়ালেও তা পরোয়া করেন না সাকিব। মাঠের খেলায় ঠিকই এগিয়ে থাকেন সবার থেকে। শুধু দেশের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি সাকিব। বিদেশী সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন সাকিব। সেখানেও করেছেন নিজের নামের প্রতি সুবিচার।

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে টেস্টে ৬৫ ম্যাচে ১২০ ইনিংসে ব্যাট হাতে ৫ সেঞ্চুরিতে করেছেন ৪৩৬৭ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩১ উইকেট। আর একদিনের ক্রিকেটে ২৩০ ম্যাচে ২১৭ ইনিংসে ৯ সেঞ্চুরিতে ৭০৮৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩০১টি উইকেট। আর টি-২০ তে ১১২ ম্যাচে ১১১ ইনিংসে ২২৮১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩১টি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here