সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

0
163

খবর৭১: প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামছেন টাইগাররা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বৃষ্টিতে ভেস্তে গেলেও প্রথম ম্যাচে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছেন স্বাগতিকরা। ফলে সিরিজ জিততে জয়ের বিকল্প নেই তামিম বাহিনীর।

প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩৮ রানের সংগ্রহ করে বাংলাদেশ, জবাবে ১৫৫ রানেই ঘুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৮৩ রানের রেকর্ড জয় পান টাইগাররা। রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়ের স্বাদ পায় সেদিন বাংলাদেশ। সাকিব আল হাসান ৯৩ ও তৌহিদ হৃদয় করেন ৯২ রান করেন। ৪ উইকেট শিকার করেন এবাদত হোসেন।

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য স্পর্শ করতে ব্যাট হাতে যা করার সবটাই করে টিম টাইগার্স। আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রান নিয়ে দলীয় সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ পায় বাংলাদেশ। এইদিন দেশের হয়ে মাত্র ৬০ বলে সবচেয়ে দ্রুততম ওয়ানডে শতক হাঁকান মুশফিকুর রহিম। তা ছাড়া নাজমুল হোসেন শান্ত ৭৩ ও লিটন দাস করেন ৭০ রান; হৃদয়ের ব্যাটে আসে ৪৯ রান।

তবে এই ম্যাচে এত বিশাল সংগ্রহ নিয়েও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। যদিও হারেনি, বাঁধায় পরিত্যক্ত হয় ম্যাচটি। বিফলে যায় মুশফিকুর রহিমের দুর্দান্ত এই শতক। একটা বল খেলার জন্যেও মাঠে নামতে হয়নি আইরিশদের।

ফলে সিরিজ জয়ের লক্ষ্যেই আরও একবার ঝাঁপিয়ে পড়বেন টাইগাররা। আগের দুই ম্যাচের মতোই প্রত্যেকেই দেবে তার সেরাটা। বিপরীতে শেষ জয় নিয়ে সিরিজ হার এড়াতে চায় আয়ারল্যান্ড, সিরিজে ফেরাতে চায় সমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here