সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

0
131

খবর৭১: সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। খবর- আল জাজিরা।

এদিকে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই মাসটি শুরু হয়।

অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

বিশ্বের ১৮০ কোটির বেশি মুসলিম পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকেন। মুসলিমরা সিয়াম সাধনার এই মাসটিকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে। এছাড়া এই মাসেই পবিত্র আল কুরআন নাজিল হওয়া শুরু হয়।

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা পালন অন্যতম। প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন করা ফরজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here