বগুড়ার সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

0
150

বগুড়া প্রতি‌নি‌ধি: বগুড়ার শাজাহানপু‌র উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ নি‌য়ে নিহতের সংখ‌্যা দাঁড়া‌ল ৫ জ‌নে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বা‌সের ধাক্কায় সিএন‌জি অটোরিকশার চার যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হয় শিশুসহ দুই জন। তাদের‌ চি‌কিৎসার জন‌্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএসআই লালন হোসেন ব‌লেন, দুর্ঘটনায় আহত শিশুটি দুপুর ২টার দিকে মারা যায়। তার বয়স আনুমা‌নিক ৯ বছর। নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী (৫০) ও ধুনট উপজেলার বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here