গ্রেফতারের প্রস্তুতি নিয়েছিল এফআইএ, জামিন পেয়ে যান ইমরান খান

0
120

খবর৭১: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মামলায় জামিন পেয়েছেন। খবর দ্য ডনের।

পাক সংবাদমাধ্যমগুলো গতকাল (সোমবার) জানিয়েছিল, ইমরানকে গ্রেফতার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। ৩ মার্চ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেফতারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিত করা হয়। তবে ইমরানের গ্রেফতার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের বহু নেতাকর্মী।

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। সেটিকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইসলামাবাদে। সেই মামলায় আদালতের নিদেশে সোমবার সন্ধ্যার পর হাজিরা দেন ইমরান। এরপর শুনানি শেষে আদালত তার জামিন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here