আমরা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে আছি: ব্লিঙ্কেন

0
135

খবর৭১:;মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউএসএইডের স্বেচ্ছাসেবীরা। ব্লিঙ্কেন বলেন, আমরা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে আছি।

সেখানকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম হাতায়ে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাড়ে আট কোটি ডলারের সহায়তা ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্র উদ্ধারকারী দলের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।

ব্লিঙ্কেন হেলিকপ্টারে করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে হাতায়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here