শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১৫ পলাতক আসামী আটক হয়েছে। সোমবার রাতে তাদেরকে আটক করে মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা থানা এলাকার নিজ গ্রামের বাড়িতে চুরি করে আসাযাওয়া করছে। এমন সংবাদের ভিত্তিতে এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৫ পলাতক আসামীকে আটক পূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত শহীদ সর্দারের ছেলে সেলিম সর্দার, বোয়ালিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে জসিম উদ্দিন, সাদীপুর গ্রামের আবু মোড়লের ছেলে কালু মিয়া, তোরাব আলীর ছেলে মুস্তাক আলী, ভবেরবেড় গ্রামের মৃত নওয়াব আলি ফকিরের ছেলে নজরুল ইসলাম ফকির, আব্দুল ওহাব কারিগরের ছেলে তৈহিদ কারিগর, মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সালাম, মৃত রুস্তম আলীর ছেলে জাকির হোসেন ওরফে ডাকারিয়া, পুটখালী গ্রামের সাদেক ধাবকের ছেলে রাফুল ধাবক, বাঁচা ধাবকের ছেলে শাহিন ধাকব, বড় আঁচড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে হৃদয় হোসেন, করিম গাজীর ছেলে আইয়ুব হোসেন, কাগমারী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দাউদ আলী, সামছুর রহমানের ছেলে আব্দুল্লাহ ও বালুন্ডা গ্রামের আকবর বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস।