আরও দুটি অঞ্চলে গণভোট আয়োজনের ঘোষণা রুশ বিচ্ছিন্নতাবাদীদের

0
264

খবর৭১ঃ

মঙ্গলবার দোনবাসের স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানেস্ক রিপাবলিক গণভোট আয়োজনের ঘোষণা দেয়। এই গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে তারা।

এর ঠিক পর পরই ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের রুশ বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তারাও রাশিয়ায় যোগ দিতে গণভোট আয়োজন করবে।

এর মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হতে যাচ্ছে।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, আগামী ২৩-২৭ সেপ্টেম্বর হবে এ গণভোট।

ইউক্রেনের সেনারা যখন খারকিভে বিরাট সাফল্য পেয়েছে ঠিক তখনই হঠাৎ করে চারটি অঞ্চলে একসঙ্গে গণভোট আয়োজনের ঘোষণা আসল।

যদিও এই অল্প সময়ের মধ্যে কিভাবে গণভোট আয়োজিত হবে সেটি অনিশ্চিত। তবে গণভোট আয়োজনের জন্য অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছে।

রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা দেনিস পুসিলিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়।

এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ইউক্রেনের সেনারা সাম্প্রতিক সময়ে সাফল্য পাওয়ার কারণেই হঠাৎ করে রাশিয়ার সহযোগিতায় গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।

তবে রাশিয়ার এমন পদক্ষেপের কারণে এসব অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here