রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গআটক করেছে পুলিশ। সোমবার রাত ১ টার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো- শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহা’র ছেলে জসিম উদ্দিন। ঝিনাইদহ সদর থানার এস আই রিফাত হোসেন জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় হাতে নাতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।