টিকটক করতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

0
240

খবর৭১ঃ  নীলফামারীর সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ইসলাম সৈয়দপুর উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলা গাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করতো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ব্রিজ থেকে লাফ দেয় সে। লাফ দেওয়ার পর ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকে। নদীতে স্রোত থাকায় প্রায় ২০০ গজ দূরে তাকে খুঁজে পায় স্থানীয়রা। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের ষ্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা তৎক্ষনাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে পানির পরিমান কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে আহত হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here