খবর৭১ঃ ঘূর্ণিঝড় অশনি চলে গেলেও এর প্রভাবে আজও দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে রংপুর, বগুড়া, পাবনা, রাজশাহীতে কালবৈশাখী হয়েছে। এর পাশাপাশি টাঙ্গাইল, কুমিল্লাতেও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার পূর্বাভাস থেকে জানা যায়, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। একইসাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো সৈয়দপুরে, ৯৮ মিলিমিটার। রাজধানীতে ১৪ মিলিমিটার, এর পাশাপাশি টেকনাফে ৪৬ ও তেঁতুলিয়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়।