খবর৭১ঃ করোনা নেগেটিভ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। দুপুরে দলে যোগ দেবেন বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে করোনায় আক্রান্ত হন সাকিব আল হাসান। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয় তৈরি হয় তার। তবে স্বস্তির খবর হচ্ছে, করোনা নেগেটিভ এসেছে সাকিবের। এজন্য আগামী ১৫ মে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে পাওয়া যাবে তাকে।
এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বৃহস্পতিবার সাকিবের কোভিড টেস্ট হয়েছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবেন সে।