ইউক্রেনের আরও ১৩ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

0
192

খবর৭১ঃ ইউক্রেনের আরও ১৩টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইউক্রেনের শতাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে নতুন করে আরও ১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

বুধবার গভীর রাত থেকে নতুন করে ইউক্রেনের শতাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দোনবাস এলাকা থেকে ছোড়া ইউক্রেনীয় বাহিনীর ১৪টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here