ঈদের নামাজের গোসল করতে গিয়ে বজ্রপা‌তে ৩ জনের মৃত্যু

0
183

খবর৭১ঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপা‌তে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (৩ মে ) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় নদীর পা‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

নদীতে গোসল কর‌তে গি‌য়ে প্রাণ হারিয়েছেন তারা।

মৃতরা হলেন হাতিয়া দক্ষিণপপাড়ার রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস ছেলে ফয়সাল মিয়া (১৪) ও শুকুর আলীর ছেলে মোস্তফা মিয়া। মোস্তফা হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার জামাতা। তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

দশ‌কিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা‌লেক ভুইয়া ব‌লেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সকাল ৭টার দিকে ওই তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এসময় বজ্রপা‌ত হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here