খবর৭১ঃ মহামারী শেষে দুই বছর পর মানুষ যখন ঈদুল ফিতরের আনন্দ উদ্যাপনে ব্যস্ত, তখন সেই আনন্দে বৃষ্টি এসেছে বাধা হয়ে। কয়েকদিন তীব্র গরমের পর মঙ্গলবার রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হয়েছে। তাতে ঈদ উৎসবে কিছুটা বিপত্তি ঘটিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার দেশের প্রায় সব এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। আজ সারাদিন থেমে থেমে এই বৃষ্টি চলবে। কখনও হালকা আভার কখনো ভারী বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে সাথে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তাপমাত্রার পূর্বাভাসে সংস্থাটি বলছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা আগামী দুই দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে।