সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
534

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে ইফতার পূর্বালোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ -আল- মারুফ। প্রধান অতিথি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীর সহ-সভাপতি এটিএম মাসুদ-উল-ইসলাম চ ল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, অধ্যক্ষ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব’র সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক। এটিএম মাসুদ-উল-ইসলাম চ লের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেল, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নুর আলম মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরে শাহী আলম লাভলু, দপ্তর ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আক্তারবানু ইতি, তথ্য প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউনুস আলী সরকার, নাজমুল হোসাইন আকন্দ সবুজ প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক।
সভার সভাপতি আবু বক্কর সিদ্দিক রিপোর্টার্স ক্লাব’র প্রয়োজনীয়তা ব্যক্ত করে বলেন ২০১২ সালের সংগ্রামের মধ্য দিয়ে অগ্নিঝড়া মাস নামে খ্যাত মার্চ মাসে ১৮ তারিখে উপজেলায় কর্মরত কিছু সংখ্যক চৌখশ গণমাধ্যমকর্মীর সমন্বয়ে গঠিত এ রিপোর্টার্স ক্লাব গত ১৮ মার্চ ১০ বর্ষ পেরিয়ে ১১তম বর্ষে পদার্পন করেছে। বিশেষ কারণে গত ১৮ মার্চ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়নি। তাই, ইফতার মাহফিল উপলক্ষ্যে আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here