অস্ত্র পাঠানোর ব্যাপারে ফের হুশিয়ারি দিল রাশিয়া

0
242

খবর৭১ঃ রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেন জর্জিয়া এবং মলদোভায় যদি পশ্চিমারা অস্ত্র পাঠাতেই থাকে তাহলে এগুলো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বুধবার ইউক্রেনে আরও বেশি অস্ত্র পাঠানোর জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ইউক্রেন না জর্জিয়া ও মলদোভায়ও অস্ত্র পাঠাতে হবে। যেন তারা নিজেদের সার্বভৌমত্ব ও অখন্ডতা ধরে রাখতে পারেন।

লিজ ট্রাসের এই আহ্বানের বিষয়ে জিজ্ঞেস করা হয় দিমিত্রি পেসকোভের কাছে। এর উত্তরে তিনি বলেন, অস্ত্র পাঠানো অব্যহত থাকলে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই অঞ্চল আরও অস্থির হয়ে পড়বে।

এদিকে ইউক্রেন ছাড়া মলদোভা ও জর্জিয়াতেও অস্ত্র পাঠানোর ব্যপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনেকে বলছেন যেন আমরা ভারি অস্ত্র না দেই। তাদের ভয় এতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়বে। কিন্তু আমার দৃষ্টি হলো চুপ করে থাকাটাই আরও বড় উস্কানি।

তিনি আরও বলেন, আর আমাদের নিশ্চিত করতে হবে ইউক্রেনের সঙ্গে পশ্চিম বাল্কানের মলদোভা এবং জর্জিয়ার মতো দেশেরও যেন প্রতিরোধ করা এবং তাদের অখন্ডতা সার্বভৌমতা রক্ষা করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here