বঙ্গবন্ধু’ বায়োপিকের নাম বদলে হলো ‘মুজিব’

0
406

খবর৭১ঃ

বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম বদলে গেছে। এতদিন বলা হচ্ছিল জাতির পিতার জীবনীভিত্তিক চলচ্চিত্রটির নাম ‘বঙ্গবন্ধু’, তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনে সিনেমার চূড়ান্ত নাম ‘মুজিব-একটি জাতির রূপকার’ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সিনেমার ফার্স্ট লুক পোস্টারও উন্মোচন হয়।

এফডিসির প্রজেকশন হলে ছবিটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, দীঘি, দিব্য ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি, ইংরেজি নাম ঠিক করা হয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।

২০২০ সালের জানুয়ারি মুম্বাইয়ে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল, পরে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here