সৈয়দপুরে মুসলিম এইড’র কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

0
360

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুর ফিল্ড অফিস পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দুইটি ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ শেষে আজ মঙ্গলবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া শাইল্যার মোড়ে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র ইনটেরিয়ম কান্ট্রি ডিরেক্টর মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিপন মিয়া।অনুষ্ঠানে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র সৈয়দপুর ফিল্ড অফিসের ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসের পরিচালনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার, টেইলারিং এন্ড ড্রেসমেকিং ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ৮৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এদের মধ্যে কম্পিউটার অপারেশন ট্রেডের ৪০ জন এবং টেইলরিং এন্ড ড্রেসমেকিং ট্রেডের ৪৫ জন প্রশিক্ষণার্থী রয়েছে। প্রসঙ্গত, সংস্থাটির সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নয়টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডগুলো হচ্ছে, কম্পিউটার অপারেশন, টেইলরিং এন্ড ড্রেসমেকিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন, কনজ্যুমার ইলেকট্রিক্স এবং রড বাইন্ডিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here